ঈদানীং মোজা কাকু বেশি তিড়িং বিড়ি করতাছেন। তিনি আগেই অভ্রতে ইউনিজয় লেআউট নিয়া ঝামেলা পাকাইছিলেন, ফলে অভ্র বিজয় লে আউট রিমুভ করে দিছিল। এখন আবার রিদমিকের বিরুদ্ধে কপি রাইট লঙ্গনের অভিযোগ তুলছেন। তার অভিযোগের ভিত্তিতে গুগুল প্লেস্টোর থেকে রিদ্মিক রিমুভ করে দিয়েছে।চান্দিটা অনেক গরম। আছে। আসেন জব্বরের সম্মানে অভ্রতে লিখব বিজয়ের মতো করেই।
☞প্রথমে অভ্রু ইনস্টল করেন।
যদি আগ থেকে থাকে তাইলে কিছু করার দরকার নাই।
☞তার পর এই জিনিসটা ডাউনলোড করেন।
এইখানে কয়টা ফন্ট পাইবেন, আর ইউনিজয় লে আউট।
☞ তার পর ফন্টগুলারে ইনস্টল করেন (ফন্টগুলারে সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনস্টল করেন।)আর লেআউটটার উপর ডাবল ক্লিক মারেন
☞ অভ্র কেটে দিয়ে আবার চালু করেন
☞এইবার ইউনিজয় সিলেক্ট করেন, এই ইউনিজয়টাই কিছুক্ষণ আগে আপনি ডাবল থাপড়াইয়া ঢুকাইছেন।
তার পর মোস্তফা জাব্বারের নাম নিয়া বাংলা লিখতে থাকেন....
শুনেন এইখানে লেখতে হইলে আপনাকে প্রথমে লেখতে হইব ব্যাঞ্জন বর্ণ তার পর স্বরচিহ্ন। বুঝেন নাই, থরেন আপনি লিখবেন: "লেখা" তাইলে আপনাকে লেখতে হইব: ল> ে> খ >া। এর পর কি হইব আপনি গুতাইয়া নিজেই পন্ডিত হইয়া যাইতে পারবেন। আর সেটিং থেকে নিজের মত করে একটু আধটু চেঞ্জ করে নিতে পারেন।
নতুন কিছু জানলে আমারে শিখাইয়েন।
☞আর যারা পোর্টেবল ভার্সন চান তারা নিচের লিংক থেকে নামিয়ে নেন।
কিছু করা লাগবেনা শুধু আনজিপ করে রাইট ক্লিক করে ওপেন করুন এভাবে
বাংলাই লিখব, তবে বিজয়ে নয়; অভ্রতে
very nice!
ReplyDelete